শান্তনু চ্যাটার্জি

অশোকনগর ১/৩ মোড়ের কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর এবার ৭৫ বর্ষ। রবিবার রথযাত্রার দিন সকালে খুঁটিপুজোর মাধ্যমে এই পুজোর শুভ সূচনা হয়। এদিন খুঁটিপুজো উপলক্ষে ১৮ জন ঢাকি এলাকা পরিক্রমার পর নারকেল ফাটিয়ে প্লাটিনাম বর্ষের এই দুর্গোৎসবের খুঁটিপুজোর সূচনা করেন পুজো কমিটির সভাপতি নিখিলেশ চৌধুরি এবং কার্যকরী সভাপতি বীরেন্দ্র নাথ হালদার। উপস্থিত ছিলেন অশোকনগর-কল্যাণগড় পুরপ্রধান প্রবোধ সরকার, উপপুরপ্রধান ধীমান রায়, কাউন্সিলার গনেশ ভট্টাচার্য, টুম্পা সরকার, তারক দাস, কমিটির অন্যতম সম্পাদক দেবপ্রিয় সরকার (সাধু)-সহ কমিটির সদস্যরা। জানা গিয়েছে যে, এবারের আকর্ষণ হোগলা পাতার মন্ডপ এবং সাবেকি প্রতিমা। মহাষ্টমীর দিন খিচুড়ি ভোগ বিতরণ এবং পুজোর বিভিন্ন দিনে সমাজ সচেতনতামূলক কর্মসূচি তাদের রয়েছে বলে জানান পুজো কমিটির এক কর্মকর্তা।

118 Views