ওয়েব ডেস্ক : রেশন কেলেঙ্কারির তদন্তে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার তদন্ত সংস্থা তাঁকে সমন পাঠিয়েছে বলে খবর। রেশন কেলেঙ্কারির তদন্তের বিষয়ে আগামী ৫ জুন ঋতুপর্ণাকে ইডির কলকাতা অফিসে ইডি আধিকারিকদের সামনে হাজির থাকতে বলা হয়েছে। ইডির এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘তাঁকে ৫ জুন সকালে আমাদের অফিসারদের সামনে হাজির হতে হবে।’ উল্লেখ্য, রোজভ্যালি চিট ফান্ড কেলেঙ্কারির তদন্তের জন্য ২০১৯ সালে ঋতুপর্ণাকে একবার ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। এদিনের এই সমন নিয়ে অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তাঁর পরিবার সূত্রে খবর, ব্যক্তিগত কারণে ঋতুপর্ণা এখন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন।
110 Views