অভিরূপ চক্রবর্তী, আমডাঙ্গা

এ মাসেই লক্ষ্মীর ভান্ডারের টাকা ৫০০ থেকে বেড়ে দ্বিগুণ এক হাজার হয়েছে। আর তাতেই উৎফুল্ল হয়ে বুধবার আমডাঙার একদল গৃহবধূ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দিলেন আমডাঙার ঐতিহ্যবাহী করুণাময়ী কালী মন্দিরে। উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থ জীবন। সম্প্রতি মাঝেমধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে আহত হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই তাঁদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। সে কারণেই প্রিয় দিদির সুস্থতা কামনা করে আজকের এই বিশেষ পুজো। এদিন ওই গৃহবধূরা জানান, দিদি ভালো থাকলে তাঁরা লক্ষ্মীর ভান্ডার পাবেন এবং তাঁরাও ভালো থাকবেন। এই কারণেই দিদির মঙ্গল কামনায় এই বিশেষ পুজোর আয়োজন এবং লক্ষীর ভান্ডারের পাওয়া ১০০০ টাকা দক্ষিণা দিয়েই আজ তাঁরা পুজো দিলেন করুণাময়ী কালী মন্দিরে। পুজো শেষে আমডাঙার গৃহবধূরা জানান, সম্প্রতি মুখ্যমন্ত্রী আহত হয়েছেন। এর আগেও ঘটেছে দুর্ঘটনা। ফের যাতে তাঁর এমন দুর্ঘটনা আর না ঘটে সে মঙ্গল কামনায় করেই তাঁরা পুজো দিয়েছেন করুণাময়ী মায়ের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়া পুজোর ১০০১ টাকা দক্ষিণা তাঁরা লক্ষীর ভান্ডার থেকেই পেয়েছেন। চাঁদা পত্রে লেখা রয়েছে শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় গোত্র সান্ডিল্য। ঠিকানা লেখা রয়েছে কালীঘাট হরিশ চ্যাটার্জি রোড।

54 Views