আশিস কুমার ঘোষ, হাবড়া
উত্তর ২৪ পরগনার হাবড়ার নতুনগ্রামের দাস বাড়ির পারিবারিক অন্নপূর্ণা পুজো এবছর ১০৭তম বর্ষে পদার্পণ করল। শতবর্ষ অতিক্রান্ত এই প্রাচীন অন্নপূর্ণা পুজো এক মিলন উৎসব। এবছর এই পারিবারিক পুজোয় আয়োজিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবারের সদস্যদের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি। তাদের এই উদ্যোগ উৎসবের মাত্রা অনেক গুণ বাড়িয়ে তোলে। পরিবারের অন্যতম সদস্য সুস্মিত দাস জানান, তাদের দাস বাড়ির যৌথ পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এই পুজোর সময় একসঙ্গে মিলিত হন। পারিবারিক আত্মীয়-স্বজনেরা সবাই মিলে আনন্দে মেতে ওঠেন। দাস বাড়ির এই পুজোর শতবর্ষে স্বেচ্ছার রক্তদান শিবিরের আয়োজন শুরু করেছিলেন তারা। তিনি বলেন, এবছর রক্তদান শিবিরের অষ্টম বর্ষ। ১৭ জন মহিলা সহ ৪০ জন স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্যে পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজনেরা প্রায় ২০ জন বাকি ২০ জন বন্ধু-বান্ধব এবং প্রতিবেশী।