আশিস কুমার ঘোষ, অশোকনগর

অনাথ শিশুদের পুজোর উপহার দিয়ে নজির গড়ল কল্যাণগড় সুহৃদ সংঘ। গান্ধী জয়ন্তীর দিন ৩০০ দুস্থ অনাথ শিশুকে শপিং মলে নিয়ে গিয়ে তাদের হাতে তুলে দিল পছন্দের পোশাক। এদিন ওই শিশুদের পুজোর উপহার দিল উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের এই ক্লাব। প্রসঙ্গত, কল্যাণগড় সুহ্নদ সংঘ পরিচালিত মধ্যপাড়া সার্বজনীন দুর্গোৎসব এবার ৭৫ তম বর্ষে পদার্পণ করল। সারা বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ৭৫তম বর্ষকে বর্ণময় করে তোলার প্রয়াস চালাচ্ছে সুহৃদ সংঘ। বুধবার গান্ধী জয়ন্তীর দিনে স্থানীয় এলাকার ৩০০ দুস্থ অনাথ শিশুকে ক্লাবে নিয়ে এসে বরণ করে তারা। এরপর গাড়ি করে স্থানীয় একটি শপিংমলে নিয়ে গিয়ে তাদের পছন্দসই পোশাক কিনে দেয়। আবার গাড়ি করে ক্লাবে নিয়ে আসে। এদিন দুপুরে অনাথ শিশুদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থাও করে।

দুর্গোৎসব কমিটির সম্পাদক বিশ্বজিৎ দাস জানান, শারদ উৎসবের প্রাক্কালে অনেক সংস্থাই দুঃস্থ শিশুদের পোশাক দান করে থাকে। কিন্তু শিশুদের সঙ্গে নিয়ে গিয়ে ওদের পছন্দমতো পোশাক তুলে দিয়ে ওদের মধ্যে যে অনাবিল আনন্দ লক্ষ্য করেছি সেটা অকল্পনীয়। এছাড়াও তিনি জানান, তারা সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য গত ২১ জানুয়ারি থেকে ৭৫ বছরের উৎসবের সূচনা করেন। এরমধ্যে ছিল স্বেচ্ছা রক্তদান কর্মসূচি, দুঃস্থ বৃদ্ধবৃদ্ধাদের মধ্যে বস্ত্রদান, দুঃস্থ রোগীদের মধ্যে ঔষধ বিতরণ ইত্যাদি। সুহৃদ সংঘের এই ব্যতিক্রমী উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছে।

121 Views