আশিস কুমার ঘোষ, বারাসাত
আসন্ন শারদ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বারাসাত জেলা পুলিশের উদ্যোগে মধ্যমগ্রাম নজরুল মঞ্চে সোমবার অনুষ্ঠিত হয় এক সমন্বয় সভা। এই সভায় উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরোদ কুমার দ্বিবেদী, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, জেলাপরিষদের সভাধিপতি ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী-সহ উপস্থিত ছিলেন আমডাঙ্গা ও দেগঙ্গার বিধায়ক এবং হাবরা, বারাসাত, গোবরডাঙ্গা ও মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধানরা। জেলা পুলিশের পক্ষ থেকে এদিন তেজস্বিনী নামে একটি পুজো গাইড ম্যাপ প্রকাশ করা হয়। এই সভায় দমকল, বিদ্যুৎ, বিডিও, জেলা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এদিন এই সভায় রাজ্য সরকারের প্রদত্ত আর্থিক অনুদানের ৮৫ হাজার টাকার চেক পুজো কমিটিগুলোকে প্রদান করা হয়।
90 Views