আশিস কুমার ঘোষ, কলকাতা

আগামী ১৪-১৫ ডিসেম্বর কলকাতায় নজরুল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে দ্বাদশ স্বর সম্রাট ফেস্টিভ্যাল ২০২৪-২৫ । উচ্চাঙ্গ সঙ্গীতের কিংবদন্তি শিল্পী উস্তাদ আলি আকবর খাঁ-এর প্রতি শ্রদ্ধা জানাতে শ্রীরঞ্জনী ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে বিগত ১২ বছর ধরে এই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হয়ে আসছে। এই উৎসবের মূল উদ্যোক্তা পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার এই উপলক্ষে বৃহস্পতিবার কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।। তিনি জানান, এই উৎসবে ক্লাসিক্যাল সংগীতের প্রথিতযশা শিল্পীরা প্রতিবছরের মতো এবছরও অংশ নেবেন। এছাড়া প্রায় আড়াইশোরও বেশি ধ্রুপদী সংগীতের ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন। সাংবাদিক সম্মেলনের প্রথম পর্যায়ে সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রথিতযশা সঞ্চালিকা মধুমন্তী মৈত্র। পরবর্তী পর্যায়ে ছিলেন তেজেন্দ্রনারায়ণের পুত্র ইন্দ্রায়ূধ মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন পন্ডিত তন্ময় বোস, কবি জয় গোস্বামী, গায়ক শ্রীকান্ত আচার্য, পন্ডিত বিক্রম ঘোষ, পন্ডিত কুমার বোস, অলকানন্দা রায়, ড. মানসী মজুমদার, শ্রীমতি ভানুপ্রিয়া মজুমদার, অনিন্দ্য মিত্র, পন্ডিত স্বপন চৌধুরী, লালবাবা রাইস-এর কর্ণধার পার্থ পাল প্রমুখ।

24 Views