তাপস মজুমদার, অশোকনগর
একই ছাদের তলায় পাওয়া যাবে নামীদামি কোম্পানির বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ। শুক্রবার অক্ষয় তৃতীয়ায় সেভাবেই সেজে উঠল উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর শেরপুরের এভারগ্রিন হার্বাল স্টোর্স। সেই সঙ্গে এভারগ্রিন হার্বাল স্টোর্সে এখন থেকে মিলবে আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবাও। এদিন এই সংস্থার কর্ণধার রাজকুমার ঘোষ জানান, তাঁদের স্টোর্স থেকে বিভিন্ন নামীদামি কোম্পানির বিভিন্নরকম আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যাবে। এছাড়াও, আয়ুর্বেদিক চিকিৎসার দিকে মানুষের ঝোঁক বাড়ছে দাবি করে তিনি জানান, আগামী একমাস বিনামূল্যে বিনা ভিজিটে চিকিৎসা পরিষেবা পাবেন অশোকনগরের মানুষ।
64 Views