ওয়েব ডেস্ক: শনিবার সন্ধ্যায় সমুদ্র সৈকত দীঘায় আলিশান হোটেলের অডিটোরিয়ামে ‘আমার আশা ফাউন্ডেশন’-এর উদ্যোগে ইন্টারন্যাশনাল রিসার্চ ‘সেন্টার ফর সোশ্যাল এন্ড কালচারাল ডায়নামিক্স’-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল বেস্ট সোশ্যাল ওয়ার্কার অ্যাওয়ার্ড ২০২৫। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দিয়ে আসছে ‘আমার আশা ফাউন্ডেশন’। সংস্থার কর্ণধার মোশারেফ মোল্লা জানান, এবার দ্বিতীয় পর্যায়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং ওড়িশা থেকে বিভিন্ন ক্ষেত্রে সমাজ বিকাশে অবদানের জন্য ৩৫ জন কৃতি ব্যক্তিকে পুরস্কৃত করার জন্য বেছে নেওয়া হয়। এই তালিকায় রয়েছেন হিউম্যান রাইটস সোসাইটি, রক্তদান আন্দোলনের নেতা, অভিনেতা, চিত্রপরিচালক অসহায় মানুষদের যারা আইনি সহায়তা দিয়ে থাকেন, পরিবেশ রক্ষা করতে বৃক্ষরোপণ করেন, নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিতে এগিয়ে আসেন, বস্ত্রহীনদের বিভিন্ন সময় বস্ত্রদান করেন, সমাজের কল্যাণে সংবাদপত্রে সত্যনিষ্ঠ খবর তুলে ধরেন এইরকম বিভিন্ন পেশার মানুষ। এদের মধ্য থেকে ৩৫ জনকে বেছে নিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এবার তালিকায় রয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ডক্টর শেখর কুমার কাঞ্জিলাল, সমাজসেবী জিয়াউর রহমান, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট সোসাইটির প্রেসিডেন্ট অরুপ বিশ্বাস, রক্তদান আন্দোলনের নেতা সোম পাণ্ডে, এমডি নিউজ-এর কর্ণধার মলয় দাস, প্রবীণ সাংবাদিক আশিস কুমার ঘোষ, অভিনেতা জয়, সমাজসেবী তুহিনারা বেগম, সংযুক্তা আচার্য, রেজাউল করিম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি মনোরম নৃত্য ও ফ্যাশন শো পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রসেনজিৎ রাহা।

19 Views