আশিস কুমার ঘোষ, টাকী

বাংলা ভাষা প্রচার ও প্রসার আন্দোলনের ১০২ বছরের ঐতিহ্যবাহী সংগঠন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের ২৫ তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল গত ২৫ থেকে ২৭ অক্টোবর টাকি সংস্কৃতি মঞ্চে। অনুষ্ঠানের উদ্যোক্তা নববারাকপুর মধ্যমগ্রাম শাখা। বিভিন্ন রাজ্য থেকে ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে উপস্থিত ছিলেন প্রায় ৫০০ প্রতিনিধি। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী, টাকি পুরসভার পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিল কুমার ধর, কেন্দ্রীয় সহ-সভাপতি দেবাশীষ গোস্বামী, রাজ্য সমিতির সভাপতি মোহিত গাঙ্গুলী, হরিদাস বালা, বাদল সরকার
প্রমুখ।

অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন সাহিত্যিকের একগুচ্ছ বই ও রাজ্য কমিটির স্মারক পুস্তিকা প্রকাশ করা হয়। বক্তারা সকলেই বাংলা ভাষাকে সম্প্রতি কেন্দ্রীয় সরকার ধ্রুপদী ভাষায় স্বীকৃতি দান করার বিষয়কে সাধুবাদ জানান, সেই সঙ্গে সরকারি দপ্তরে বাংলা ভাষার ব্যবহারের দাবিও জানান। তিনদিনের এই সম্মেলনে সাংগঠনিক আলোচনা ছাড়াও মাইকেল মধুসূদন দত্তের দ্বিশত বর্ষ, বাংলা সাহিত্যের তিন মুখোপাধ্যায়, বাংলা ভাষা ও অনুবাদ সাহিত্য বিষয়ক বিশ্লেষণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের পক্ষে সাহিত্যিক বাসুদেব সেন জানান রাজ্যের ৩০টিরও বেশি শাখা সংগঠন থেকে প্রায় ৫০০ প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

195 Views