আশিস কুমার ঘোষ, কলকাতা

সাঁওতালি ভাষায় শিক্ষা দেওয়ার দাবিতে অনশন আন্দোলন করছেন আদিবাসীরা। আদিবাসী গণসংগঠন ‘দিশম আদিবাসী গাঁওতা’ আদিবাসী সমাজে শিক্ষার প্রসার ও মাতৃভাষা সাঁওতালিতে অলচিকি লিপির মাধ্যমে শিক্ষাদানের ব্যাপারে কাজ করে চলেছে। পশ্চিম বর্ধমানের রাণীগঞ্জ টিডিপি কলেজে স্নাতকস্তরে সাঁওতালি বিভাগ চালু করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তারা। গত ২৮ জুন একটা ডেপুটেশনের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সাঁওতালি বিভাগ চালু করার বিষয়ে আলোচনা করেন এই সংগঠনের প্রতিনিধিরা। কিন্তু কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কোনও সমাধান সূত্র মেলেনি। ফলে কলেজ গেটের সামনে আদিবাসী ছাত্রছাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ ও অনশনে সামিল হয়। অবস্থানের সপ্তম দিনেও সমাধান না হওয়ায় মহকুমাশাসক ও কাজী নজরুল ইউনিভার্সিটি কতৃপক্ষের সঙ্গে আলোচনা করেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। মঙ্গলবার আন্দোলনের দ্বাদশ দিন অতিক্রান্ত হওয়ার আন্দোলনকারীদের একাংশ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের দাবির প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান। তাদের দাবিগুলো হল, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে টিডিপি কলেজে স্নাতকস্তরে সাঁওতালি বিভাগ চালু করতে হবে, পশ্চিম বর্ধমানের সাঁওতাল অধ্যুষিত যেসব এলাকায় ১০ শতাংশের বেশি আদিবাসী ছাত্রছাত্রী আছে, সেখানে দ্বিতীয় ভাষা হিসেবে সাঁওতালি বিষয় চালু করতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেসব আদিবাসী হোষ্টেল বন্ধ হয়ে গেছে সেগুলো অবিলম্বে চালু করতে হবে।

137 Views