আশিস কুমার ঘোষ, কল্যাণগড়

অশোকনগর কল্যাণগড় এলাকার অন্যতম সামাজিক প্রতিষ্ঠান সুহ্নদ সংঘ তাদের ৭৫ তম বর্ষে নানা সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য এলাকার দুস্থ মানুষের মৃত্যু হলে সৎকারের জন্য তাৎক্ষণিক ১০০০টাকা প্রদান, দুস্থ প্রতিবন্ধীদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, দুস্থ প্রতিবন্ধীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ, দুস্থ শিশুদের পড়াশোনার দায়িত্ব এবং প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য ট্রেনিং, বিনামূল্যে আয়া ও নার্সের ট্রেনিং এবং কর্মসংস্থানের ব্যবস্থা, এছাড়া দুস্থ আয়াদের যাতায়াতের জন্য বাইসাইকেল প্রদান, গৃহহীনদের জন্য চিকিৎসার উপকরণ প্রদান। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সংস্থার সভাপতি বিশ্বজিৎ (বাপ্পা) দাস ও সাধারণ সম্পাদক সুপ্রিয় দাস। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য ননীগোপাল ভট্টাচার্য, বাসুদেব চন্দ, যুগ্ম ক্রীড়া সম্পাদক মনোজ দাস, সিধু দত্ত প্রমুখ। সভাপতি জানান, মানব সেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। তাই আমাদের প্রিয় প্রতিষ্ঠানের নাম সুহ্নদ, যা আজ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে।

39 Views