ওয়েব ডেস্ক : সোদপুর ট্রাফিক মোড় সরকারি ভাবে হোক তিলোত্তমা মোড়। দাবি স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)-র। শুক্রবার এই দাবিতে জেলাশাসক ইমেল করেছে এসএফআই-এর উত্তর ২৪ পরগনা জেলা কমিটি। এদিন এসএফআই-এর জেলা সম্পাদক আকাশ কর জানান, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারকীয় ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে পানিহাটির ডাক্তারি পড়ুয়াকে চিরস্মরণীয় রাখতে সোদপুর ট্রাফিক মোড়ের নাম সরকারি ভাবে তিলোত্তমা মোড় করার দাবিতে জেলাশাসককে চিঠি দিয়েছেন তারা। যদিও এই চিঠির কোনও উত্তর এখনও পাওয়া যায়নি। তিনি আরও জানান, তিলোত্তমা মোড় করার দাবিতে পুজোর পর নানা কর্মসূচি নেওয়া হবে।

101 Views