ওয়েব ডেস্ক : ভোটের প্রচারে হাবরায় রোড শো করতে এসে নাম না করে হাবরা পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে তোপ দাগলেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। সরাসরি নাম না করে অবৈধ নির্মাণের অভিযোগ তুলে হাবরা পুরসভার পুরপ্রধানকে তীব্র আক্রমণ করলেন তিনি। শুক্রবার হাবরায় দাঁড়িয়ে বিজেপি প্রার্থী বলেন, অবৈধভাবে পুকুর ভরাট করে নির্মিত বিল্ডিং প্রয়োজনে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, বিভিন্ন অনৈতিক কাজের জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের মতো তার সাগরেদদেরও ঠাঁই হবে শ্রীঘরে। এদিন বিজেপি প্রার্থী দাবি করেন যে, পুরপ্রধান পুকুর ভরাট করে নিজের একটি বেসরকারি স্কুল বিল্ডিং বানিয়েছেন বলেও তিনি স্থানীয় সূত্রে খবর পেয়েছেন। তার খোঁজখবর নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঘটনা যদি সত্যি হয় তদন্ত করে দেখা হবে। প্রয়োজনে সেই পুকুর পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। ভোটের প্রচারের আগে এমন অভিযোগ তুলেই হাবরার পুরপ্রধানকে আক্রমণ করেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার।
এদিন বিকেলে হাবরায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে নিয়ে একটি রোড শো করেন স্বপন মজুমদার। তৃণমূলকে নিশানায় রেখে স্বপন মজুমদার বলেন, সারা বাংলাতেই বুলডোজার চলবে। বুলডোজার চলবে হাবরাতেও। অর্থের জন্য এই তৃণমূল সব রকম অনৈতিক কাজ করতে পারে বলে দাবি করেন তিনি। অন্যদিকে, বিজেপি প্রার্থীর এসব অভিযোগ অস্বীকার করেন হাবরা পুরসভার পুরপ্রধান নারায়ণ সাহা। তিনি কটাক্ষ করে বলেন, উনি বারাসাত সংসদীয় এলাকায় লড়তে এসেছেন না পুরসভা ভোটে লড়বেন! সংসদীয় এলাকায় কি কাজ করবেন সেটাই তাঁর ভাবা প্রয়োজন। হাবরায় কোনও বেআইনি কাজ হয়নি দাবি করে হাবরার পুরপ্রধান বলেন, বরং পূর্বতন হাবরার বিজেপি পুরপ্রধান শিবরতন কোঠারি কত অবৈধ নির্মাণ করেছিলেন তার খোঁজ নিন বিজেপি প্রার্থী। তার জবাব আগে দিন।