ওয়েব ডেস্ক : নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে ৬৩ বিএন এসএসবি বারাসাত। আজ ১৩ আগস্ট মঙ্গলবার থেকে স্বাধীনতা দিবসের দিন ১৫ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন কর্মসূচি নিয়েছে এসএসবি জওয়ানরা। এদিন একটি সাইকেল র‍্যালির আয়োজন করেন তাঁরা। ৬৩ বাহিনী এসএসবির হেডকোয়ার্টার থেকে আওয়ালসিদ্দি, মন্ডলপাড়া, রাহানা হয়ে বাহিনীর জওয়ানরা প্রায় ১৬ কিমি র‍্যালিতে অংশগ্রহণ করেন।এই র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্যকে তুলে ধরার চেষ্টা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষ এবং স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় জাতীয় পতাকা।এই র‍্যালিতে এসএসবি বাহিনীর কমান্ড্যান্ট অশোক বিশ্বাস, অন্যান্য আধিকারিক এবং জওয়ানরা উপস্থিত ছিলেন।

100 Views