আশিস কুমার ঘোষ, হাবড়া

উত্তর ২৪ পরগনার হিজলপুকুর বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের উদ্যোগে ২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে হাবড়া কলতান প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় কবি প্রণাম। হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা অনুষ্ঠানের সূচনা করেন। এরপর কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন চিত্রশিল্পী স্বপন মজুমদার। আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন বিহঙ্গের শিল্পীরা। আবৃত্তিতে অংশগ্রহণ করেন অপূর্ব রায়, রাজেশ্বরী সাহা, দ্বীপায়ন মুখার্জি, অমৃতা ঘোষ, বুলা রায়চৌধুরী, চম্পা দাঁ, সীমা দত্ত, মনিদীপা গুহ, সোমা বক্সী, সম্রাট দত্ত, প্রণব সরকার, কাকলি হালদার, শতাব্দী বিশ্বাস, চন্দ্রানী দত্ত ও আব্দুল হাকিম। সমবেত নৃত্য পরিবেশন করেন প্রাচী, আরনালি, দ্বৈবিকা এবং সৌমিলি, রাজেশ্বর, অন্বেষা ও লিজা। একক নৃত্য পরিবেশন করেন শতাব্দী বিশ্বাস, তনিমা সাহা, অনামিকা, দিয়া ও ঐশী। সংগীত পরিবেশন করেন কৃষ্ণ দত্ত, অমিত সেন, অজয় চক্রবর্তী, মালা বসু কর ও প্রদীপ দে। এছাড়াও যন্ত্রসংগীত গিটারে ছিলেন দেবাশীষ চক্রবর্তী, বেহালায় আর্যাস্মিতা মজুমদার, মায়াংক মিত্র, উপমূল্য ঘোষাল, আদিত্য সাহা ও শ্রয়ী সাহা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সায়ন্তনী দত্ত রায়।

59 Views