আশিস কুমার ঘোষ, হাবরা

হাবরা পুরসভার পক্ষ থেকে বৃহস্পতিবার ২৪টি ওয়ার্ডের ৫০টি ক্লাবকে ১০০০টি চারা গাছ বিতরণ করা হলো। বৃহস্পতিবার হাবরা পুরসভায় আয়োজিত এক অনুষ্ঠানে পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা বলেন বিশ্ব উষ্ণায়ন রুখতে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমাদের প্রত্যেকের উচিত গাছ লাগানো, এজন্য আমরা এলাকার প্রতিষ্ঠিত ক্লাবের হাতে এই দায়িত্ব তুলে দিলাম। ইতিমধ্যে আমাদের কাউন্সিলরদের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে প্রায় ১০০০ গাছ লাগানো হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার উপপুরপ্রধান সীতাংশু দাস, নির্বাহী আধিকারিক মোহন মাঝি, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ মানস দাস, সিআইসি সদস্য কাঞ্চন ঘোষ, কাউন্সিলর সুজিত বিশ্বাস, অশোক দত্ত চৌধুরী প্রমুখ।

132 Views