আশিস কুমার ঘোষ, উত্তর হাবরা

উত্তর ২৪ পরগনা জেলার হাবরায় জলনিকাশি প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার বিকেলে সর্দার পাড়ায় প্রায় ২৫ কোটি টাকার জলনিকাশি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এর ফলে হাবরা পুরসভার অন্তর্গত ৭, ৮ ও ১৫ নং ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের জল যন্ত্রণার অবসান ঘটলো। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য ও সরবরাহমন্ত্রী রথীন ঘোষ, হাবড়ার পুরপ্রধান নারায়ণচন্দ্র সাহা , উপপুরপ্রধান সীতাংশু দাস, প্রাক্তন বিধায়ক তপতী দত্ত, নীলিমেশ দাস, অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার, কে,এম, ডি,এ-র আধিকারিকরা এবং ও হাবরা পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর।

এদিন ফিরহাদ হাকিম বলেন, প্রায় সাড়ে তিন বছর অক্লান্ত পরিশ্রম করে নগরোন্নয়ন দপ্তরের কর্মকর্তারা এই প্রকল্প বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। এজন্য এলাকার বিধায়ক, প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, বর্ষায় জল জমে প্রতিবছর এই এলাকা দীর্ঘদিন জলমগ্ন থাকতো, ফলে এলাকার মানুষদের চরম দুর্ভোগে পড়তেন। বর্তমানে এই জল বুস্টার পাম্পের মাধ্যমে মাটির নিচে দিয়ে নাংলা বিলে প্রবাহিত হবে। আর উপকৃত হবেন এই এলাকার প্রায় ১০ হাজার মানুষ।

47 Views