আশিস কুমার ঘোষ, হাবরা

হাবরার বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখলেন বারাসাত জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্রুতি নিলাঞ্জ। সঙ্গে ছিলেন হাবরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম চক্রবর্তী। শুক্রবার হাবড়ার বিভিন্ন পুজো মন্ডপ ঘুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন অতিরিক্ত পুলিশ সুপার। পুলিশ এবং পুজো উদ্যোক্তাদের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তিনি। এদিন তিনি উত্তর হাবড়া সেবা সংঘের পুজা মন্ডপের সাংস্কৃতিক পরিবেশ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা দেখে সন্তুষ্ট হন। তিনি জানান, মহিলা ও শিশুদের নিরাপত্তার জন্য পিঙ্ক রং-এর গাড়িতে রাস্তার বিভিন্ন প্রান্তে মহিলা পুলিশের টিম টহল দিচ্ছে। কেউ কোনও বিপদে পড়লে তাদের সহায়তা করবে এই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত টিম। এদিন তিনি উত্তর হাবড়া সেবা সংঘের ৫২তম বর্ষের স্মারক পত্রিকা প্রকাশ করেন।

105 Views