আশিস কুমার ঘোষ, অশোকনগর

১১টি আলমারি ভেঙ্গে সিসিটিভির মুখ ঘুরিয়ে দিয়ে ভয়াবহ চুরি অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়ে। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের এই স্কুলে চুরির খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মূলত ক্যাশ টাকা নিয়েছে চোরেরা। চুরি করে পালানোর সময় সিসিটিভির হার্ডডিক্সও নিয়ে যায় তারা। স্কুলের টিচার ইনচার্জ মধুমিতা রায়চৌধুরী জানান, নাইটগার্ড ছিল। তা সত্ত্বেও এমন ভয়াবহ চুরিতে তারা অবাক এবং বিহ্বল। রীতিমতো স্কুলের চৌহদ্দি জানা কোনও ব্যক্তি চুরির সঙ্গে যুক্ত আছে বলেই মনে করছে পুলিশ। গ্যাস কাটার দিয়ে দরজার হ্যাজবোল্ট কেটে ভেতরে ঢোকে চোরের দল। পরপর আলমারিগুলো ভেঙে তার মধ্যে থাকা মিড ডে মিলের টাকা-সহ অন্যান্য ক্যাশ টাকা চুরি করেছে চোরেরা।

লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এবং স্কুলের সভাপতি। তবে আশ্চর্যের ব্যাপার নগদ টাকা নিলেও দামি কম্পিউটার, গ্যাস সিলিন্ডার বা অন্যান্য মূল্যবান সামগ্রীর দিকে নজর দেয়নি চোরেরা। মূলত তাদের টার্গেট ছিল ক্যাশ টাকা। কয়েক মাস আগেও দুই নাবালক কিশোর ল্যাবরেটরীতে ঢুকে চুরির চেষ্টা চালিয়েছিল বলে খবর । সে সময় তারা স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায়। এই চুরির সঙ্গে সেই দুই কিশোরের কোনওরকম যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ। তবে এত বড়ো চুরিতে রীতিমতো শোরগোল পড়ে গেছে এলাকা জুড়ে। স্কুলের নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

280 Views