আশিস কুমার ঘোষ, কলকাতা

বেসরকারি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একটি সুপরিচিত নাম রুবি জেনারেল হাসপাতাল। ১৯৯৫ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর হাতে এই হাসপাতালের উদ্বোধন হয়। বর্তমানে পুর্ব ভারতের একটি উল্লেখযোগ্য চিকিৎসা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে রুবি জেনারেল হাসপাতাল। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ কমল কুমার দত্ত জানান, যখন এই হাসপাতাল চালু করা হয় তখন এখানে জনবসতি গড়ে ওঠেনি। বর্তমানে ৩৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল উন্নত চিকিৎসা পরিষেবার জন্য বিহার, ওড়িশা ও বাংলাদেশের প্রচুর মানুষ এখানে চিকিৎসা করাতে আসেন। এই হাসপাতালে ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, যেটা এ রাজ্যের অন্য কোনও হাসপাতালে নেই। তিনি আরও জানান, আগামী দুবছরের মধ্যে ৫৫০ শয্যায় উন্নীতকরণ করার কাজ চলছে। চিকিৎসা খরচও সাধারণ মধ্যবিত্তদের নাগালের মধ্যেই রয়েছে ।

110 Views