য়েব ডেস্ক : বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ একটি ট্যুইটে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে একথা জানিয়েছেন তিনি ৷ তবে এখনই তৃণমূলে যোগদানের বিষয়ে কিছু বলেননি অভিনেত্রী ৷
ট্যুইটে তিনি লেখেন, ‘যে দলের হয়ে গত বিধানসভা নির্বাচনে লড়েছিলাম, সেই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি । বাংলার জন্য তাঁদের উদ্যোগী মনোভাব ও আন্তরিকতার অভাব দেখেই এই সিদ্ধান্ত।’ চলতি বছরের মার্চে রাজ্যে বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন টলি অভিনেত্রী ৷ সেই সময় তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিক ভাবে পদ্মফুলে যোগ দেন রুপোলি পর্দার নায়িকা ৷ গেরুয়া শিবিরের সদস্য হওয়া পর তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নে শামিল হতে চাই । রাজ্যে ও কেন্দ্রে এক সরকার হওয়া দরকার । বাংলায় পরিবর্তন দরকার ।’ সেই সময় শ্রাবন্তী প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন ৷ তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুসরণ করি ৷ তিনি দেশের উন্নতিতে অনেক কিছু করছেন ৷ আমিও তাঁর হাত ধরে মানুষের জন্য কিছু করতে চাই৷’
রাজনীতিতে আসা প্রসঙ্গে তাঁর বাবার অনুপ্রেরণার কথা জানিয়ে বলেছিলেন, ‘আমার বাবা একজন রিটায়ার্ড আর্মি পার্সন ৷ তিনি সবসময় বলতেন তোকে রাজ্য নয়, দেশের জন্য করতে হবে ৷ আশা করব, এই নতুন পথ চলায় আপনারা আমার পাশে থাকবেন ৷ আমরা সবাই মিলে বাংলাকে সোনার বাংলা গড়ে তুলব ৷’ একুশের বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী হয়ে তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শ্রাবন্তী ৷ কিন্তু নির্বাচনে হেরে যান তিনি ৷ এরপর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে নায়িকার ৷ বিজেপির কোনও কর্মসূচিতে তাঁকে দেখা যাচ্ছিল না ৷ এদিন পাকাপাকি ভাবে বিজেপির সঙ্গত্যাগের কথা ঘোষণা করেন ৷বৃহস্পতিবার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে ট্যুইট করেন তিনি ৷ বিধানসভা নির্বাচনে পর্যদুস্ত হওয়ার পর বিজেপি ত্যাগের ধুম পড়ে গিয়েছে ৷ নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারীদের অধিকাংশই আজ তৃণমূলমুখী ৷ ভোটের আগে রুপোলি পর্দার বেশ কয়েকজনও গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন ৷ ভোটে হেরে তাঁরা প্রায় সবাই আজ নিষ্ক্রিয় ৷ এরই মধ্যে শ্রাবন্তী আজ দল ছাড়লেন ৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রশংসা করে কবে তিনি তৃণমূলে যোগ দেন, এখন সেটাই দেখার ৷