সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, আলিপুরদুয়ার:
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নভেম্বর মাসের ৭ তারিখ থেকে রাজ্যে গুটকা, পানমশলা-সহ সব ধরনের তামাকজাত দ্রব্য বিক্রির উপর নিষেধাজ্ঞা জারী করেছে। কিন্তু এরপরও পান মশলার বিজ্ঞাপন লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে সরকারি বাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বাসে পান মশলার বিজ্ঞাপন দেখে নাগরিকদের প্রশ্ন, গুটকা ও পান মশলার বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হলেও সরকারি বাসে পান মশলার বিজ্ঞাপন কেন? তাদের দাবি, অবিলম্বে সরকারি বাস থেকে পান মশলার বিজ্ঞাপন মুছে দেওয়া হোক। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ কর্তৃপক্ষের এক আধিকারিক জানান, বাসের গায়ে গুটকা বা পান মশলার বিজ্ঞাপনগুলো মুছে দেওয়ার প্রক্রিয়া চলছে।