আরও ৫ জনের ছবি প্রকাশ করল লখিমপুর খেরির ঘটনায় গঠিত স্পেশাল ইনভেস্টিগেটিং টিম (সিট) বা বিশেষ তদন্তকারী দল ৷ সিটের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে ওই ৫ জনের পরিচয় জানানোর আরজি জানানো হয়েছে ৷ যে ৫ জনের ছবি প্রকাশ করা হয়েছে, তারা লখিমপুর খেরিতে ওই ঘটনার সময় হাজির ছিল বলে জানা গেছে ৷
সিট ঘোষণা করেছে, যাঁরা এই পাঁচজনের পরিচয় জানাবে, তাঁদের পরিচয় গোপন রাখা হবে ৷ আর পুরস্কারও দেওয়া হবে ৷ সিটের দফতরে হাজির হয়ে বা ফোনেও এই কাজ করতে পারেন সাধারণ মানুষ।প্রসঙ্গত, কৃষকদের বিক্ষোভকে কেন্দ্র করে অক্টোবরের গোড়ায় উত্তেজনা ছড়ায় উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে ৷ সেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে গাড়িতে পিষে ৪ কৃষককে মেরে ফেলার অভিযোগ ওঠে ৷ ৪ জন কৃষকের মৃত্যুর পর অগ্নিগর্ভ হয়ে ওঠে ওই এলাকা। তার জেরে আরও ৪ জনের মৃত্যু হয় ৷ তাঁদের মধ্যে দু’জন বিজেপি কর্মী ও একজন গাড়ি চালক ৷ অভিযোগ, তাঁদের কৃষকরা মারধর করে মেরে ফেলেছেন ৷ ওই উত্তেজনার সময় এক সাংবাদিকও নিহত হন বলেও খবর৷
এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি। একের পর এক রাজনৈতিক নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদল সেখানে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে ৷ উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে ৷পরে এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল তৈরি করে যোগী সরকার ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের মধ্যে আশিস মিশ্রও রয়েছে ৷ যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
তবে এই ঘটনার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট ৷ চার্জশিট পেশ হওয়া পর্যন্ত শীর্ষ আদালতের তরফে তদন্তে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে হাই কোর্ট থেকে অবসর নেওয়া একজন বিচারপতিকে ৷ বাইশে উত্তর প্রদেশে বিধানসভা ভোট। তার আগে লখিমপুর খেরির ঘটনা স্বাভাবিক ভাবে হইচই ফেলে দিয়েছে ৷ বিরোধীরা এই ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ৷ অন্যদিকে এই ঘটনার জের যাতে ভোটে না পড়ে, সেদিকে নজর রয়েছে উত্তর প্রদেশের শাসকদল বিজেপির ৷