সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, আলিপুরদুয়ার: আদিবাসী বিদ্রোহের নায়ক স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার জন্মজয়ন্তীতে সোমবার তাঁর পূর্ণাবয়ব মূর্তি বসলো আলিপুরদুয়ারের মাধব মোড়ে। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও আলিপুরদুয়ার পুরসভার সহায়তায় এই মূর্তিটি বসানো হয়। এই পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দফরের মন্ত্রী বুলু চিক বড়াইক। উপস্থিত ছিলেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক, জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী, রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী প্রমুখ। এই উপলক্ষে শহরের প্যারেড গ্রাউন্ডে পরিবেশিত হয় বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক দলের অনুষ্ঠান। তারপর সেখান থেকে এক বর্ণাঢ্য এক শোভাযাত্রা মাধব মোড়ে আসে। সেখানে এই মহান আদিবাসী বিদ্রোহের নায়কের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচনের পর তাঁর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন তৃণমূল নেতারা।
স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার পূর্ণাবয়ব মূর্তি বসলো আলিপুরদুয়ারে
