আলিপুরদুয়ার শহরে বসানো হলো মাদার টেরিজার পূর্ণাবয়ব মূর্তি

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার শহরে বসানো হলো মাদার টেরিজার পূর্ণাবয়ব মূর্তি। বৃহস্পতিবার আলিপুরদুয়ার পুরসভার উদ্যোগে শহরের মনোজিত নাগ বাসস্ট্যান্ডের সামনে আলিপুরদুয়ার বারোবিশা রাজ্য সড়কের পাশে এই মূর্তি বসানো হয়। এদিন এই মূর্তির আবরণ উন্মোচন করেন আলিপুরদুয়ার পুর প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান প্রসেনজিৎ কর। অনুষ্ঠানে হাজির ছিলেন আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক, তৃণমূল নেতা তুষার চক্রবর্তী প্রমুখ। প্রসেনজিৎ কর জানান, ফাইবার গ্লাসের তৈরি মূর্তিটি পুরসভার উদ্যোগে নির্মিত হয়েছে।

সুকুমার রঞ্জন সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে, ফের হুমকি কৃষক নেতা রাকেশ টিকায়েতের

Fri Nov 26 , 2021
ওয়েব ডেস্ক : কৃষকদের সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এভাবেই ফের সরকারকে হুমকি দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। বৃহস্পতিবার তেলেঙ্গানার হায়দরাবাদে কৃষকদের এক ধরনা সমাবেশে তিনি বলেন, এমএসপি বা ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তার দাবি-সহ অন্যান্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কৃষক আন্দোলন অব্যাহত থাকবে। […]

You May Like

Breaking News