সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, আলিপুরদুয়ার
গভীর রাতে টহলদারির সময় বক্সা ব্যাঘ্র প্রকল্পের উত্তর রায়ডাক রেঞ্জের বনকর্মীরা লক্ষাধিক টাকার সেগুন কাঠ পাচার রুখে দিলেন। আটক করলেন মারুতি ভ্যান বোঝাই সেগুন কাঠ। বুধবার রাতে টহলের সময় হঠাৎ তাঁদের নজরে আসে একটি মারুতি ভ্যান বনের রাস্তা ধরে দ্রুতগতিতে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছে। বনকর্মীরা মারুতি ভ্যানটিকে থামার সংকেত দেন। কিন্তু সেই মারুতি ভ্যানের চালক গাড়ি না থামিয়ে তার গতি আরও বাড়িয়ে দেয়। বনকর্মীরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে মারুতি ভ্যানটির পিছনে ধাওয়া করেন। একেবারে ফিল্মি কায়দায় ধাওয়া করে বেশ কিছুক্ষণ পর তারা মারুতি ভ্যানটিকে আটক করেন। আটক করেন মারুতি ভ্যান বোঝাই অবৈধ সেগুন কাঠ। যদিও মারুতি ভ্যানের চালক ও তার সঙ্গীরা পালিয়ে যায়। বৃহস্পতিবার এ বিষয়ে উত্তর রায়ডাক রেঞ্জের রেঞ্জার অমিতেশ শতপথী জানান, বন থেকে সেগুন কাঠ কেটে অবৈধভাবে পাচার করছিল কাঠ মাফিয়ারা। মারুতি ভ্যান-সহ সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। আটক সেগুন কাঠের মুল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা বলেও জানান তিনি।