ওয়েব ডেস্ক : ‘বিজেপি হলো ভাঁড়ের দল। ওরা হিংসার রাজনীতি করে। ওরা মিথ্যাবাদী। সেইজন্য ওদেরকে কেউ বিশ্বাস করে না। আসন্ন কলকাতা কর্পোরেশন নির্বাচনে বিজেপি জিরো হয়ে যাবে।’ বললেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি তিনি বলেন, ‘এই মুহুর্তে যদি হাবরা পুরসভায় নির্বাচন হয় তাহলে এখানেও বিজেপি জিরো হয়ে যাবে। বিধানসভা ভোটের আগে আমাকে হারানোর জন্য প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী-সহ কেন্দ্রের সব মন্ত্রী ও এই রাজ্যের তাবর তাবর বিজেপি নেতাদের এখানে নিয়ে এসেছিলেন রাহুল সিনহা। তাও জিততে পারেননি।’ শনিবার দুপুরে নিজের বিধানসভা কেন্দ্র হাবরায় দাঁড়িয়ে বিজেপিকে তুলোধুনা করেন তিনি। এদিন হাবরায় একাধিক কর্মসূচি ছিল তাঁর। দুপুরে হাবরা সুপার মার্কেটের বস্ত্রহাট পরিদর্শন, উত্তর হাবরা সর্দার পাড়া বুস্টিং পাম্প স্টেশনের কাজ পরিদর্শন ও হাবরা শ্রীচৈতন্য কলেজের পিছন দিকে রবীন্দ্রভবনের জায়গা পরিদর্শন করেন তিনি। পরে বিকেলে হাবরা পুরসভা থেকে নাগরিকদের মধ্যে গঙ্গার পরিশ্রুত পানীয় জলের সংযোগ পাওয়ার আবেদনপত্র বিতরণ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘গঙ্গার পরিস্রুত পাণীয় জল সবার ঘরে ঘরে’ প্রকল্প বাস্তবায়িত করতে নাগরিকদের হাতে আবেদনপত্র তুলে দেন জ্যোতিপ্রিয় মল্লিক।
Next Post
বাইক চুরির মাত্র ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ
Sun Dec 12 , 2021
ওয়েব ডেস্ক : বাইক চুরির মাত্র ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার পুলিশ। অভিযুক্তের নাম শরিফুল ইসলাম (২৮)। বাড়ি আমডাঙার কাঁচিয়ারা এলাকায়। পুলিশ সূত্রে খবর, অশোকনগর থানার রাজীবপুর এলাকা থেকে শনিবার রাতে একটি মোটরবাইক চুরি হয়। অশোক নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মোটরবাইকের […]

You May Like
-
1 year ago
প্রয়াত সাহিত্যিক হাসান আজিজুল হক
-
9 months ago
কাতার বিশ্বকাপ, বিশেষ সিদ্ধান্ত ফিফার
-
1 year ago
জেলা পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতা শিবির