ওয়েব ডেস্ক : বাইক চুরির মাত্র ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার পুলিশ। অভিযুক্তের নাম শরিফুল ইসলাম (২৮)। বাড়ি আমডাঙার কাঁচিয়ারা এলাকায়। পুলিশ সূত্রে খবর, অশোকনগর থানার রাজীবপুর এলাকা থেকে শনিবার রাতে একটি মোটরবাইক চুরি হয়। অশোক নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মোটরবাইকের মালিক রাজকমল দত্ত। তাঁর দোকানের সামনে থেকেই বাইকটি চুরি হয় বলে জানান তিনি। এরপর তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ। তদন্তে নেমেই এদিন রাতে আমডাঙা থানার গাছিয়া এলাকা থেকে শরিফুল ইসলামকে আটক করে। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া মোটরবাইকটি উদ্ধার হয়। অশোকনগর থানার সাফল্যে কৃতজ্ঞতা স্বীকার করেন রাজকমল দত্ত। তিনি সংবাদ মাধ্যমকে জানান, জেলা প্রশাসন ও অশোকনগর থানার প্রশাসন খুব দ্রুত তাঁর বাইকটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এরজন্য তাদের অসংখ্য ধন্যবাদ। রবিবার অভিযুক্ত শরিফুল ইসলামকে পুলিশ-হেফাজত চেয়ে বারাসত আদালতে পাঠিয়েছে পুলিশ।
Next Post
বীরসা মুন্ডার ১৪৬তম জন্মজয়ন্তী উদযাপন সংকোশ চা বাগানে
Sun Dec 12 , 2021
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, আলিপুরদুয়ার সংকোশ চা বাগান নাগরিক মঞ্চের উদ্যোগে সংকোশ চা বাগানে উদযাপিত হল বীরসা মুন্ডার ১৪৬তম জন্ম জয়ন্তী। এই অনুষ্ঠানে হাজির ছিলেন আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা ও সহসভাপতি বিপ্লব নারজিনারি-সহ এলাকার বিশিষ্টজনেরা। সভাধিপতি শীলা দাস সরকার অনুষ্ঠানের উদ্বোধন করেন। […]

You May Like
-
10 months ago
নকশালবাড়ি দিবসে শহিদ স্মরণ বারাসাতে