বীরসা মুন্ডার ১৪৬তম জন্মজয়ন্তী উদযাপন সংকোশ চা বাগানে

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, আলিপুরদুয়ার

সংকোশ চা বাগান নাগরিক মঞ্চের উদ্যোগে সংকোশ চা বাগানে উদযাপিত হল বীরসা মুন্ডার ১৪৬তম জন্ম জয়ন্তী। এই অনুষ্ঠানে হাজির ছিলেন আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা ও সহসভাপতি বিপ্লব নারজিনারি-সহ এলাকার বিশিষ্টজনেরা। সভাধিপতি শীলা দাস সরকার অনুষ্ঠানের উদ্বোধন করেন। বীর বীরসা মুন্ডার জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন তিনি।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

উত্তর প্রদেশে রেশনের ডাল, নুনের প্যাকেটে এখন মোদী-যোগী

Mon Dec 13 , 2021
ওয়েব ডেস্ক : ভোট আসছে। বাইশে ভোট উত্তর প্রদেশে। তাই গণবণ্টনের খাদ্যশস্যের প্যাকেটে বা রেশনের ডাল, নুন, তেলের প্যাকেটে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে জ্বলজ্বল করছে এই দুজনের ছবি। যোগী রাজ্যের বিনামূল্যে রেশন প্রকল্পের অংশ হিসাবে রবিবার রাজ্যের ৮০,০০০ রেশন দোকান থেকে গরীবদের এমন […]

You May Like

Breaking News