প্রয়াত বাবার স্মৃতিতে রক্তদান শিবির ছোট ব্যবসায়ী অসীমের

ওয়েব ডেস্ক : প্রয়াত বাবা শান্তি রঞ্জন রায়ের স্মৃতিতে একক উদ্যোগে রক্তদান শিবির সংগঠিত করলেন ছোট ব্যবসায়ী অসীম কুমার রায়। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর ৪ নম্বর স্কিমে জোড়া পুকুরের উল্টোদিকে বাড়ি ও দোকান তাঁর। রবিবার নিজের ব্যবসা প্রতিষ্ঠান মীরা এন্টারপ্রাইজের সামনে এই রক্তদান শিবির সংগঠিত করেন অসীম। প্রতিবেশীরা ও বন্ধুরাও তাঁর এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা এগিয়ে এসে অসীমকে সহযোগিতা করেন। স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন একাধিক নারী-পুরুষ। রাজ্য স্বাস্থ্য দফতরের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে ভ্রাম্যমান রক্ত সংগ্রাহক বাসে ৫৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

প্রশ্নপত্রে নারীবিদ্বেষ, সিবিএসই'র কৈফিয়ত তলব করল দিল্লি নারী কমিশন

Tue Dec 14 , 2021
ওয়েব ডেস্ক : প্রশ্নপত্রে লিঙ্গ বৈষম্যমূলক বিষয় থাকায় সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) কর্তৃপক্ষের কৈফিয়ত তলব করল দিল্লি নারী কমিশন। প্রশ্নপত্রে নারীবিদ্বেষের যে প্রশ্ন সামনে এসেছে, তা নিয়ে সিবিএসই কি পদক্ষেপ করেছে, জানতে চেয়ে সোমবার কমিশন নোটিশ করেছে। গত শনিবার সিবিএসই’র দশম শ্রেণির ইংরেজি পরীক্ষা হয়। সেই পরীক্ষার প্রশ্নপত্রে […]

You May Like

Breaking News