বাংলার প্রতিটি প্রান্তে ‘সস্তা আরোগ্য’, সস্তায় ওষুধ, কম খরচে সিটি স্ক্যান

ওয়েব ডেস্ক : ‘সস্তা আরোগ্য’ শহরের পাশাপাশি রাজ্যের প্রতিটি অঞ্চলে এলোপ্যাথিক মেডিসিন কাউন্টার নিয়ে এসেছে। যেখানে থাকছে সাধারণ মানুষের জন্য যেকোনও ওষুধের ওপর ২০ শতাংশ ডিসকাউন্টের সুবিধা। একমাত্র ‘সস্তা আরোগ্য’ই এই সুযোগ চালু করেছে। এর পাশাপাশি ‘সস্তা আরোগ্যে’র আরও এক অভিনব উদ্যোগ কম খরচে সিটি স্ক্যান। সাধারণ মানুষ এখন চিকিৎসার খরচে জর্জরিত। সিটি স্ক্যান এখন প্রতিটি রোগ নির্ণয়ে ভীষণ প্রয়োজন ও এই পরীক্ষা করতে দরকার হয় ৭,০০০ টাকা থেকে ১৬,০০০ টাকা।সেখানে ‘সস্তা আরোগ্য’ কেবলমাত্র যে কোনো ধরনের এমআরআই টেস্টের জন্য মূল্য নির্ধারণ করেছে ৪,৫০০ টাকা। সাংবাদিক ও পুলিশকর্মীদের জন্য খরচ আরও কম। যেকোনও এমআরআই-এর জন্য সাংবাদিক ও পুলিশকর্মীদের খরচ হবে ৪,০০০ টাকা। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কেবিএস কর্পোরেট প্রাইভেট লিমিটেড সস্তা আরোগ্য’র ম্যানেজিং ডিরেক্টর আসাদুল ইসলাম। তিনি আরও জানান, এ পর্যন্ত রাজ্যের বিভিন্ন শহরে ৭০টি রিটেল কাউন্টার খুলেছেন তাঁরা। ৫০০টি কাউন্টার চালু করা তাঁদের লক্ষ্য। কারণ, এভাবেই প্রান্তিক মানুষের চিকিৎসায় তাঁদের কাছে সস্তায় ওষুধ ও নানা ধরনের টেস্টের সুযোগ পৌঁছে দিতে চান তাঁরা। তিনি আরও জানান, যে কোনও ধরনের এমআরআই / সিটি স্ক্যান-সহ সব রকমের প্যাথলজিকাল আর রেডিওলজিক্যাল টেস্টের ওপরে সস্তা আরোগ্য রেখেছে বিশাল ডিসকাউন্ট। এইসব সুবিধা পেতে গেলে যোগাযোগ করতে হবে ৮৫৮৪৯৬৯৯৯৯ এই নাম্বারে। ইমেল : [email protected] / Website -sastaarogya.com

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

১৩৫ বছর বয়সে মারা গেলেন চিনের সবচেয়ে বয়স্ক ব্যক্তি আলিমিহান সেয়িতি

Sat Dec 18 , 2021
ওয়েব ডেস্ক : প্রয়াত হলেন চিনের সবচেয়ে বয়স্ক ব্যক্তি আলিমিহান সেয়িতি। বয়স হয়েছিল ১৩৫ বছর। বৃহস্পতিবার জিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে মারা গেছেন তিনি। স্থানীয় প্রশাসন এ খবর জানিয়েছে। জানা গেছে, ১৮৮৬ সালের ২৫ জুন কোমুজেরিক শহরে জন্ম হয় আলিমিহান সেয়িতির। চিনের সরকারি সংবাদ সংস্থা জিংহুয়া জানিয়েছে, জেরোন্টোলজিক্যাল সোসাইটি বা চায়না […]

You May Like

Breaking News