ন্যায্য দাম না পেয়ে ১৬০ কেজি রসুন পোড়ালেন হতাশ কৃষক

ওয়েব ডেস্ক : ন্যায্য দাম না পেয়ে ১৬০ কেজি রসুন পুড়িয়ে দিলেন হতাশ এক কৃষক। এ ঘটনা ঘটেছে মধ্য প্রদেশের রাজধানী ভোপাল থেকে ৩৫০ কিলোমিটার দূরে মন্দসৌরে। দেওলির কৃষক শঙ্কর সিরফিরা মন্দসৌরের মান্ডিতে তাঁর উৎপাদিত ফসল (রসুন)’এর উপযুক্ত দাম না পেয়ে হতাশ হয়ে তা পুড়িয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, রসুন পুড়িয়ে দেওয়ার পর তিনি স্লোগান দিচ্ছেন, ‘জয় জওয়ান, জয় কিষান’। মান্ডির কর্মীরা ও অন্যান্য কৃষকরা দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন। ওই পাইকারি বাজারের যাতে ক্ষতি না হয় তার জন্য তৎপর হয়ে ওঠেন।

সংবাদ মাধ্যমকে শঙ্কর বলেন, ‘আমি এখানে রসুন আনার জন্য ৫,০০০ টাকা খরচ করেছি। কিন্তু ক্রেতাদের কাছ থেকে মাত্র ১,১০০ টাকা পাচ্ছিলাম। ফলে দাম যখন পাইনি, তখন পণ্য পুড়িয়ে ফেলাই ভালো। আমি এই মরসুমে রসুন চাষে আড়াই লাখ টাকা খরচ করেছি। কিন্তু বাজার থেকে মাত্র এক লাখ পেয়েছি।’ এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ওয়াইডি নগর থানায় আনা হয় শঙ্করকে। তবে থানার ভারপ্রাপ্ত আধিকারিক জিতেন্দ্র পাঠক বলেন, ‘যেহেতু তাঁর ফসল পোড়ানোর ফলে অন্য কৃষকদের কোনও ক্ষতি হয়নি, তাই এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি।’

যদিও ফসলে আগুন দিয়ে কৃষকদের ক্ষোভ এই প্রথম নয়। গত আগস্ট মাসে একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, মহারাষ্ট্রের নাসিকের একজন কৃষক পাইকারি বাজারে ন্যায্য দাম না পাওয়ায় রাস্তায় টমেটো ফেলে দিচ্ছেন। ২০১৮ সালে উত্তর প্রদেশের আমরোহাতে একই রকম দৃশ্য দেখা গিয়েছিল। জেলার ১০০ জন কৃষক তাঁদের টমেটো ধ্বংস করে দেন। শুধু তাই নয়, টমেটো রফতানির জন্য বিখ্যাত এই জেলার দিকে যাওয়ার প্রধান রাস্তাগুলিতে টন টন টমেটো ফেলে দেন তাঁরা।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

সিএসএ'র ৮ দলীয় আমন্ত্রণী ফুটবল প্রতিযোগিতায় চাম্পিয়ন আরপিএফ ইস্টার্ন রেলওয়ে

Mon Dec 20 , 2021
জয়ন্ত কর্মকার, হাবরা, উত্তর ২৪ পরগনা হাবরা সেন্ট্রাল স্পোর্টস‌ অ্যাসোসিয়েশন (সিএসএ)-এর উদ্যোগে ও হাবরা পুরসভার সহযোগিতায় স্বর্গীয় বিমান দত্ত ও স্বর্গীয় তপন সেনগুপ্ত স্মৃতি বিজয়ী আর স্বর্গীয় সন্দীপ দত্ত স্মৃতি বিজিত ৮ দলের আমন্ত্রণী ফুটবল প্রতিযোগিতায় চাম্পিয়ন হলো আরপিএফ ইস্টার্ন রেলওয়ে। আর রানার্স হলো বেলঘরিয়া মিলন সমিতি। রবিবার বিকেলে উত্তর […]

You May Like

Breaking News