সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার
গাড়ির ধাক্কায় বানরের মৃত্যু রোধে অভিনব উদ্যোগ নিয়েছে বনদফতর। বনদফতরের উদ্যোগে বানরদের রাস্তা পারাপারের ব্যবস্থা করা হয়েছে। আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের বিভিন্ন বনাঞ্চলের বুক চিরে চলে গিয়েছে জাতীয় ও রাজ্য সড়ক। এই সড়ক পারাপার করতে গিয়ে মাঝেমধ্যেই মৃত্যু হয় বানরদের। বনের বুক চিরে চলে যাওয়া এসব রাস্তায় যানচালকরা বেপরোয়াভাবে গাড়ি চালান। অনেক সময় গাড়ি থেকে বানরদের খাবার ছুঁড়ে দেওয়া হয়। খাবারের লোভে বানররা সড়কে ভিড় জমায়। খাবারের সন্ধানে বনের এধার থেকে ওধারে যায় বানরের পাল। আর গাড়ির ধাক্কায় প্রায়ই প্রাণ যায় তাদের। এভাবে বানরদের অপঘাতে মৃত্যু ঠেকাতে অভিনব উদ্যোগ নিয়েছে বন বিভাগ। বানরদের রাস্তা পারাপারের জন্য তৈরি করে দেওয়া হয়েছে ঝুলন্ত সেতু। রাস্তার একপারের গাছ থেকে অপর পারের গাছে লোহার দড়ি বেঁধে এই ঝুলন্ত সেতুগুলি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা বুদ্ধরাজ সেওয়া। তিনি জানান, বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া থেকে জয়ন্তী পর্যন্ত জঙ্গলের ১৬ কিলোমিটার রাস্তায় এই ধরনের মোট ৩টি সেতু তৈরি করা হয়েছে। জঙ্গলের রাস্তায় যান চালকদের দৌরাত্ম্য রুখতে আরও বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে বলেও জানান তিনি। বানরের পাল এই সেতু ধরে রাস্তা পারাপার করতে অভ্যস্ত হয়ে ওঠলে গাড়ির ধাক্কায় তাদের মৃত্যু রোধ করা যাবে। পরীক্ষামূলক এই পদ্ধতি কার্যকর হলে জঙ্গলের রাস্তায় এধরনের আরও সেতু নির্মাণ করা হবে বলেও জানান বুদ্ধরান সেওয়া।