জয়ন্ত কর্মকার, হাবরা, উত্তর ২৪ পরগনা
হাবরা সেন্ট্রাল স্পোর্টস অ্যাসোসিয়েশন (সিএসএ)-এর উদ্যোগে ও হাবরা পুরসভার সহযোগিতায় স্বর্গীয় বিমান দত্ত ও স্বর্গীয় তপন সেনগুপ্ত স্মৃতি বিজয়ী আর স্বর্গীয় সন্দীপ দত্ত স্মৃতি বিজিত ৮ দলের আমন্ত্রণী ফুটবল প্রতিযোগিতায় চাম্পিয়ন হলো আরপিএফ ইস্টার্ন রেলওয়ে। আর রানার্স হলো বেলঘরিয়া মিলন সমিতি। রবিবার বিকেলে উত্তর ২৪ পরগনার হাবরা ময়দানে চুড়ান্ত পর্বের খেলায় আরপিএফ ইস্টার্ন রেলওয়ে ১-০ গোলে মিলন সমিতিকে পরাজিত করে চাম্পিয়ন হয়। হাবরা সেন্ট্রাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বাবু পোদ্দার ও বিনয় দাস জানান, এদিন আরপিএফ ইস্টার্ন রেলওয়ে দলের হাতে তুলে দেওয়া হয় স্বর্গীয় বিমান দত্ত ও স্বর্গীয় তপন সেনগুপ্ত স্মৃতি ট্রফি ও নগদ ৩০ হাজার টাকা। অন্যদিকে,বিজিত দল বেলঘরিয়া মিলন সমিতির হাতে তুলে দেওয়া স্বর্গীয় সন্দীপ দত্ত স্মৃতি রানার্স ট্রফি ও নগদ ২০ হাজার টাকা। সবিতা রায় স্মৃতি ফেয়ার প্লে ট্রফি জিতে নেয় অশোকনগর ভারতী সংঘ। গত ১২ ডিসেম্বর রবিবার শুরু হয় এই ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার প্রতিটি খেলায় ছিল ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার। এদিন চুড়ান্ত পর্বের এই খেলার উদ্বোধন করেন হাবরার বিধায়ক, রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও এদিন হাজির ছিলেন হাবরা পুরসভার মুখ্য প্রশাসক নারায়ণ চন্দ্র সাহা, তপতী দত্ত, সিএসএ’র সভাপতি কাঞ্চন ঘোষ, গীতা সেনগুপ্ত, বারাসাত মহকুমা ক্রিড়া সংস্থার সভাপতি অজিত সাহা, একাধিক প্রাক্তন আর বর্তমান ক্রিড়াবিদ ও ক্রিড়াপ্রেমী মানুষ।