ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনার অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে আগামী ২২ থেকে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নাট্য উৎসব। অশোকনগর-কল্যাণগড় পুরসভার শহিদ সদনে এই নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। সোমবার বিকেলে অশোকনগর চৌরঙ্গি মোড়ে এক সাংবাদিক সম্মেলনে নারায়ন গোস্বামী জানান, অশোকনগরের নাগরিকদের বিনোদনের জন্য করোনাবিধি মেনেই নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। স্থানীয় নাট্যগোষ্ঠীর নাটক অনেকেই দেখেছেন। কিন্তু কলকাতার বড় বড় যে বিখ্যাত নাট্যগোষ্ঠী রয়েছে, তাদের নাটক এবার পরিবেশন হবে শহিদ সদন মঞ্চে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব দেবব্রত দাস, উপমুখ্য পুরপ্রশাসক অতীশ সরকার, অনুপ রায়, শ্রীকান্ত চৌধুরী, চিরঞ্জীব সরকার প্রমুখ। নারায়ণবাবু জানান, অশোকনগরের বিখ্যাত নাট্য ব্যক্তিত্বদের এই নাট্য উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।
Next Post
নাগাল্যান্ড হত্যাকাণ্ড : সুবিচারের দাবিতে ওটিঙ গ্রামবাসীদের শান্তিপূর্ণ মিছিল
Wed Dec 22 , 2021
ওয়েব ডেস্ক : নাগাল্যান্ডের মন জেলার ওটিঙে গণহত্যার প্রতিবাদে ও সুবিচারের দাবিতে মিছিল করলেন গ্রামবাসীরা। গত ৪ ডিসেম্বর নাগাল্যান্ডে সেনাবাহিনীর জঙ্গি বিরোধী অভিযানে নিহত ১৩ জন নাগরিকের মধ্যে ১২ জনই ওটিঙের বাসিন্দা। মঙ্গলবার সুবিচারের দাবিতে শান্তিপূর্ণ মিছিল করেন ওটিঙ গ্রামের মানুষ। এই মিছিলে গ্রামের মানুষের সঙ্গে পা মেলান নিহত ১২ […]
