বড়দিনে পথশিশুদের খেলনা উপহার মেডিক্যাল ব্যাঙ্কের

অলোক আচার্য, কলকাতা

বড়দিনে সবাই নানান জায়গায় ঘুরতে যায়। চিড়িয়াখানায়, বনভোজনে বা ইকোপার্ক, ভিক্টোরিয়া, সায়েন্সসিটি, চার্চ-গির্জায় গিয়ে মানুষ আনন্দ উপভোগ করেন। কিন্তু সমাজের প্রান্তিক পথশিশুরা ঘুরে বেড়ায় পথেঘাটে রাস্তায়। সেই সব প্রান্তিক পথশিশুর পাশে দাঁড়িয়ে কলকাতা শোভাবাজার-সুতানুটি মেট্রো স্টেশনের সামনে বড়দিন পালন করল হাটখোলা মেডিক্যাল ব্যাঙ্কের সদস্যরা। শনিবার সকালে দু’শোরও বেশি পথশিশুর হাতে নানারকম পুরনো খেলনা উপহার তুলে দিল মেডিক্যাল ব্যাঙ্ক। স্বভাবতই ছোট প্রান্তিক শিশু-কিশোররা এই উপহার পেয়ে বেজায় খুশি। আনন্দিত। খেলনার পাশাপাশি সান্তাক্লজ সেজে পথশিশুদের হাতে তুলে দেওয়া হল কেক, বিস্কুট, লজেন্স-সহ শুকনো খাবার। মেডিক্যাল ব্যাঙ্কের সম্পাদক ডি আশীষ জানান, বড়দিনে শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে দু’শোরও বেশি পথশিশুর হাতে খেলনা তুলে দেওয়া হয়েছে। পথশিশুদের আনন্দ দেওয়ার লক্ষ্যে মানুষের বাড়ি থেকে পড়ে থাকা পুরনো খেলনা সংগ্রহ করা হয়েছিল। আজ সেইসব খেলনা উপহার দিয়ে পথশিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

উত্তরাখণ্ডের স্কুলে দলিত রাধুনিকে বরখাস্ত করার পর মিড ডে মিল বয়কট করল দলিত পড়ুয়ারা

Mon Dec 27 , 2021
ওয়েব ডেস্ক : দলিত রাধুনিকে বরখাস্ত করার প্রতিবাদে মিড ডে মিল বয়কট করল দলিত পড়ুয়ারা। এমন ঘটনা ঘটল উত্তরাখণ্ডের চম্পাবত জেলায়। এর আগে দলিত রাধুনির রান্না মিড ডে মিল খেতে অস্বীকার করেছিল উচ্চবর্ণের পড়ুয়ারা। আর এই ঘটনার পরে দলিত রাধুনিকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। আবার এদিন উচ্চবর্ণের রাধুনির রান্না বয়কট করে […]

You May Like

Breaking News