জয়ন্ত কর্মকার, অশোকনগর, উত্তর ২৪ পরগনা
বড়দিন উপলক্ষে ছোট শিশুদের হাতে কেক আর কমলালেবু তুলে দিলেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী। শনিবার সকালে প্রথমে অশোকনগর রেলস্টেশন চত্ত্বরে ও পরে অশোকনগর- কল্যাণগড় পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের পিছিয়ে পড়া বাগপাড়া এলাকায় ছোট শিশুদের হাতে বড়দিনের উপহার তুলে দেন তিনি। সান্তাক্লজের টুপি মাথায় দিয়ে বাচ্চাদের হাতে তুলে দেন কমলালেবু ও কেক। বিধায়ক জানান, এটি একটি আনন্দের দিন। সেই কারণেই দুস্থ বাচ্চাদের হাতে সামান্য উপহার তুলে দেওয়া হলো। এছাড়াও এদের পড়াশোনার যেকোনও সমস্যা হলে তাঁর বিধায়ক অফিস থেকে তিনি তাদের সাহায্য করবেন বলেও আশ্বাস দেন বিধায়ক। এদিন নারায়ণ গোস্বামী জানান, পুরসভা নির্বাচনের জন্য অশোকনগরের মানুষ তৈরি আছেন। কলকাতা পুরসভা মানে মিনি ভারতবর্ষ, সেখানে ১৪৪ টি আসনের মধ্যে মাত্র ৩টি সিট পেয়েছে বিজেপি।আগামী দিনে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষ ভোট দেবে ও তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন পুরসভায় ক্ষমতায় আবার ফিরিয়ে আনবে।