ওয়েব ডেস্ক : দলিত রাধুনিকে বরখাস্ত করার প্রতিবাদে মিড ডে মিল বয়কট করল দলিত পড়ুয়ারা। এমন ঘটনা ঘটল উত্তরাখণ্ডের চম্পাবত জেলায়। এর আগে দলিত রাধুনির রান্না মিড ডে মিল খেতে অস্বীকার করেছিল উচ্চবর্ণের পড়ুয়ারা। আর এই ঘটনার পরে দলিত রাধুনিকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। আবার এদিন উচ্চবর্ণের রাধুনির রান্না বয়কট করে তার বদলা নিল দলিত পড়ুয়ারা। যদিও রবিবার জেলা প্রশাসন জানিয়েছে, দুই সম্প্রদায়ের মধ্যে আলোচনায় ঐক্যমতে পৌঁছোনো সম্ভব হয়েছে। চম্পাবতের জেলাশাসক বিনীত তোমর বলেন, ‘আমি আশা করি নয়া ভোজন মায়ের (রাধুনি) রান্না আগামীকাল খাবে দলিত পড়ুয়ারা।’
এর আগে গভর্নমেন্ট ইন্টার্ন কলেজের ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণির ৪৩ জন উচ্চবর্ণের পড়ুয়া দলিত রাধুনির রান্না খেতে অস্বীকার করে। যার ফলে দলিত রাধুনি সুকি ডাংকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। যদিও, নিয়োগের ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি থাকার কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করেছে চম্পাবত শিক্ষা দফতর। তাঁর জায়গায় একজন উচ্চবর্ণের মহিলাকে নিয়োগ করেছে কর্তৃপক্ষ। এর বদলা হিসাবে নয়া রাধুনির তৈরি খাবার প্রত্যাখ্যান করেছে ২৩ জন দলিত পড়ুয়া। এনিয়ে জেলাশাসক বিনীত তোমর জানান, তদন্ত চলছে। আশা করা যায়, এক সপ্তাহের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। এদিকে এই খবর প্রকাশে আসার পর কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ টামটা জানান, ওই দলিত মহিলার সাংবিধানিক অধিকার রক্ষায় তাঁর দল আন্দোলন করবে। অন্যদিকে, ভিম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ জানান, ওই দলিত মহিলাকে কাজে না ফেরানো হলে মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামিকে ঘেরাও করবে তাঁর দল।