জয়ন্ত কর্মকার, হাবরা, উত্তর ২৪ পরগনা
মোবাইল রিচার্জের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো মোবাইল কনজ্যুমারস অ্যাসোসিয়েশন প্রস্তুতি কমিটি। বুধবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা স্টেশন লাগোয়া যশোর রোড মোড়ে বিক্ষোভ দেখান কমিটির সদস্যরা। মোবাইল রিচার্জের উপর শতকরা ২০ শতাংশ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এদিন রাস্তায় নেমে প্রতিবাদ জানান তাঁরা। কমিটির দাবি, এখন সব কিছুর সঙ্গেই মোবাইল লিঙ্ক করা হচ্ছে। পাশাপাশি, ছেলেমেয়েরা এই সময় বেশিরভাগই অনলাইনে ক্লাস করছে। পড়াশোনা করছে। বিভিন্ন চাকরির ক্ষেত্রেও অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে হচ্ছে। দিনের পর দিন মোবাইল সংস্থাগুলি তাদের ডাটা প্ল্যানের মূল্যবৃদ্ধি করায় বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এখন চাকরি থেকে শিক্ষা সব কিছুই ইন্টারনেটের মাধ্যমেই হচ্ছে। কিন্তু মূল্যবৃদ্ধির মাশুল গুনতে গিয়ে মোবাইল রিচার্জ করা বন্ধ করছেন অনেকেই। মোবাইল রিচার্জের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন গণআন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে মোবাইল ককনজ্যুমারস অ্যাসোসিয়েশন প্রস্তুতি কমিটি।