মোবাইল রিচার্জের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ হাবরায়

জয়ন্ত কর্মকার, হাবরা, উত্তর ২৪ পরগনা

মোবাইল রিচার্জের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো মোবাইল কনজ্যুমারস অ্যাসোসিয়েশন প্রস্তুতি কমিটি। বুধবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা স্টেশন লাগোয়া যশোর রোড মোড়ে বিক্ষোভ দেখান কমিটির সদস্যরা। মোবাইল রিচার্জের উপর শতকরা ২০ শতাংশ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এদিন রাস্তায় নেমে প্রতিবাদ জানান তাঁরা। কমিটির দাবি, এখন সব কিছুর সঙ্গেই মোবাইল লিঙ্ক করা হচ্ছে। পাশাপাশি, ছেলেমেয়েরা এই সময় বেশিরভাগই অনলাইনে ক্লাস করছে। পড়াশোনা করছে। বিভিন্ন চাকরির ক্ষেত্রেও অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে হচ্ছে। দিনের পর দিন মোবাইল সংস্থাগুলি তাদের ডাটা প্ল্যানের মূল্যবৃদ্ধি করায় বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এখন চাকরি থেকে শিক্ষা সব কিছুই ইন্টারনেটের মাধ্যমেই হচ্ছে। কিন্তু মূল্যবৃদ্ধির মাশুল গুনতে গিয়ে মোবাইল রিচার্জ করা বন্ধ করছেন অনেকেই। মোবাইল রিচার্জের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন গণআন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে মোবাইল ককনজ্যুমারস অ্যাসোসিয়েশন প্রস্তুতি কমিটি।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ভালুকের আতঙ্কে নিউল্যান্ডস ধুমপাড়া বনবস্তির ৪২টি পরিবার

Fri Dec 31 , 2021
সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার ভালুকের আতঙ্ক ছড়িয়েছে কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস ধুমপাড়া বনবস্তিতে। বুধবার সন্ধ্যায় ধুমপাড়া পিকনিক স্পটের পাশ থেকে একটি ভালুকছানা উদ্ধার হওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছে বনবস্তির বাসিন্দা ৪২টি পরিবার। স্থানীয় সূত্রে খবর, পিকনিক স্পটের পাশে রায়ডাক নদী থেকে বালি-পাথর তুলতে গিয়ে কয়েকজন দেখতে পান, একটি ভালুকছানাকে তাড়া করেছে কয়েকটি […]

You May Like

Breaking News