সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার
ভালুকের আতঙ্ক ছড়িয়েছে কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস ধুমপাড়া বনবস্তিতে। বুধবার সন্ধ্যায় ধুমপাড়া পিকনিক স্পটের পাশ থেকে একটি ভালুকছানা উদ্ধার হওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছে বনবস্তির বাসিন্দা ৪২টি পরিবার। স্থানীয় সূত্রে খবর, পিকনিক স্পটের পাশে রায়ডাক নদী থেকে বালি-পাথর তুলতে গিয়ে কয়েকজন দেখতে পান, একটি ভালুকছানাকে তাড়া করেছে কয়েকটি কুকুর। এই দৃশ্য দেখে তাঁরা কুমারগ্রাম রেঞ্জ অফিসে খবর দেন। সঙ্গে সঙ্গে বনকর্মীরা খাঁচা নিয়ে ঘটনাস্থলে পৌঁছোন ও ভালুকছানাটিকে উদ্ধার করে আনেন। বনকর্মীদের অনুমান, ভালুকছানাটির বয়স বছর দেড়েক হতে পারে। মনে করা হচ্ছে, মা ভালুকটিও আশেপাশেই আছে। ফলে মা ভালুকটি ধরা না পরায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দা সুরজ মাঝি, পবন ওঁরাও, লরেন্স ওঁরাও-সহ অনেকেই জানান, বনদফতর এরমধ্যেই সচেতনতার বার্তা দিয়েছে। সন্ধ্যার পর ঘর থেকে বেরোতে বা একা একা জঙ্গলপথে যাতায়াত করতে নিষেধ করেছে। অন্যদিকে, কুমারগ্রামের রেঞ্জ আধিকারিক জানান, তাঁরা নজরদারি চালাচ্ছেন। তাঁদের ধারণা পাশের ভুটান পাহাড় ও জঙ্গল থেকে ভালুকছানাটি বেরিয়ে এসেছে।