ওয়েব ডেস্ক : করোনা পরিস্থিতির মধ্যেও ২০২১ সালে এক কোটিরও বেশি ভক্ত তিরুপতির কাছে তিরুমালার প্রাচীন পাহাড়ি মন্দির, ভেঙ্কটেশ্বর মন্দির দর্শন করেছেন। মন্দিরের এক কর্মকর্তা জানান, দেশ-বিদেশ থেকে এই ভক্তরা ভগবান দর্শন করতে এসেছিলেন। দু’হাজার বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরে ২০১৯ সালে প্রাক-করোনার সময়ে প্রায় আড়াই কোটি ভক্ত এসেছেন। করোনা অতিমারি পরিস্থিতিতে ভিড় অনেকটাই কমে এসেছে বলে সংবাদ সংস্থাকে জানান তিনি। এছাড়াও তিনি জানান, ২০২১ সালে মন্দিরের প্রণামী বাক্স থেকে সোনা ও অন্যান্য মূল্যবান উপহার ছাড়াও প্রায় ৮৩৩ কোটি টাকা নগদ সংগ্রহ করা হয়। এছাড়াও, মন্দির থেকে লাড্ডু বিক্রি বাবদ লাভ হয় ৩০০ কোটি টাকা। তিনি আরও জানান, মানত পূর্ণ হওয়ার পরে ৪৮ লাখ ৭৫ হাজার ভক্ত নেড়া হন।
Next Post
উত্তরবঙ্গের ময়নাগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনা, লাইনচ্যুত বিকানীর-গুয়াহাটি এক্সপ্রেস
Thu Jan 13 , 2022
সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার উত্তরবঙ্গের ময়নাগুড়ির দোমোহানিতে লাইনচ্যুত বিকানীর-গুয়াহাটি এক্সপ্রেস। প্রচুর মৃত্যুর আশঙ্কা। উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। ৮টি বগি লাইনচ্যুত বলে খবর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আর ১৮ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ৫ টা নাগাদ ময়নাগুড়ির দোমোহানি […]

You May Like
-
2 weeks ago
ত্রাতা এমবাপে, হলুদ কার্ড দেখেও জয় রোনাল্ডোদের