সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার
উত্তরবঙ্গের ময়নাগুড়ির দোমোহানিতে লাইনচ্যুত বিকানীর-গুয়াহাটি এক্সপ্রেস। প্রচুর মৃত্যুর আশঙ্কা। উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। ৮টি বগি লাইনচ্যুত বলে খবর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আর ১৮ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ৫ টা নাগাদ ময়নাগুড়ির দোমোহানি দিয়ে যাওয়ার সময়ে আচমকাই ১৫৩৬৬ আপ বিকানীর এক্সপ্রেস লাইনচ্যুত হয়। ৩টি বগি একেবারে উলটে যায়। একটি বগির উপর উঠে যায় আরেকটি। মোট ১২টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। আটকে পড়েছেন বহু যাত্রী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দুর্ঘটনার খবর পেয়ে রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। জেলা প্রশাসনিক কর্তাদের ঘটনাস্থলে গিয়ে দরকারি পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি।