হাতির হানায় ক্ষতিগ্রস্ত মাধ্যমিক শিক্ষাকেন্দ্র

সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার

বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের নুরপুর শফিকুল মাধ্যমিক শিক্ষাকেন্দ্র। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে পানবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে দুটো হাতি ওই মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের রন্ধনশালায় হানা দেয়। রন্ধনশালার দেওয়াল ভেঙ্গে পড়ুয়াদের মিড- ডে মিলের জন্য রাখা কিছু চাল ও অন্যান্য সামগ্রী সাবাড় করে ফের জঙ্গলে ফিরে যায়। স্থানীয়দের থেকে খবর পেয়ে শিক্ষাকেন্দ্রের দুই সম্প্রসারক হরেন্দ্র দেবনাথ ও ধীরেন নার্জিনারি রবিবার সকালে শিক্ষাকেন্দ্রে আসেন। তাঁরা জানান, এই নিয়ে শিক্ষাকেন্দ্রে চতুর্থবার হানা দিল বুনো হাতি। স্থানীয় যুবক সঞ্জয় বর্মন জানান, শিক্ষাকেন্দ্রটি দ্রুত মেরামত করা দরকার। কারণ, এলাকায় এটি একমাত্র স্কুল যেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করার সুযোগ পায়। উল্লেখ্য, এই শিক্ষাকেন্দ্রটি সশস্ত্র সীমা বল’এর দত্তক নেওয়া। ফলে দ্রুত শিক্ষাকেন্দ্রটি মেরামতের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবে সশস্ত্র সীমা বল’ও।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

চব্বিশে বিজেপিকে পরাজিত করা সম্ভব, দাবি ভোটকুশলী প্রশান্ত কিশোরের

Mon Jan 24 , 2022
ওয়েব ডেস্ক : তিনি একটি বিরোধী জোট গড়তে চেয়েছিলেন, যে জোট ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে পারে। দাবি করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। বিজেপিকে পরাস্ত করা ‘সম্পূর্ণ সম্ভব’ উল্লেখ করে সোমবার এমন দাবিই করেন তিনি। এমনকি আগামী মাসের ৫ রাজ্যে নির্বাচনের ফলাফলকে সেমিফাইনাল হিসাবে দেখা হলেও ও এই নির্বাচন […]

You May Like

Breaking News