ওয়েব ডেস্ক : করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চলতি মাসের ৩টি সপ্তাহে শনি-রবিবার পুরসভা এলাকায় বাজার বন্ধ ঘোষণা করেছিল অশোকনগর-কল্যাণগড় পুরসভা। মঙ্গলবার পুরসভার মুখ্য প্রশাসক উৎপল তালুকদার এক সাংবাদিক বৈঠকে এই বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা করেন। উপমুখ্য প্রশাসক অতীশ সরকার ও প্রশাসক অনুপ রায়কে পাশে নিয়ে এদিন উৎপল তালুকদার জানান, করোনা আক্রান্তের সংখ্যা অনেক কমে গিয়েছে। পাশাপাশি, ব্যবসায়ীরাও এই বিধিনিষেধ তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন। ফলে সব দিক বিবেচনা করে মাসের শেষ সপ্তাহের শনি-রবিবার বাজার বন্ধ রাখা নিয়ে যে বিধিনিষেধ জারি করা হয়েছিল, তা তুলে নেওয়া হলো। এক প্রশ্নের জবাবে তিনি জানান, এদিন পুরসভা এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ১০। তাই করোনা আক্রান্তের গ্রাফ দ্রুত নেমে যাওয়ায় ব্যবসায়ীদের জীবন জীবিকার দিকে লক্ষ্য রেখে বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Next Post
সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মিছিল আলিপুরদুয়ারে
Tue Jan 25 , 2022
সুকুমার রঞ্জন সরকার,আলিপুরদুয়ার কোভিড বিধি মেনে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মিছিল করল আলিপুরদুয়ার স্টুডেন্ট গার্ডিয়ান্স ওয়েলফেয়ার ফোরাম। ফোরামের পক্ষে জ্যোতির্ময় রায় জানান, কোভিড অজুহাতে প্রায় ২ বছর ধরে বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শিশুদের। শিশুদের ভবিষ্যৎ দিন […]

You May Like
-
10 months ago
প্রয়াত গাইঘাটার তৃণমূল নেতা ধ্যানেশ নারায়ণ গুহ