জয়ন্ত কর্মকার, হাবরা, উত্তর ২৪ পরগনা
প্রয়াত হয়েছেন হাবরা পুরসভার প্রাক্তন পুরপ্রধান ডা: কেপি দাস (৯২)। বুধবার দুপুর দেড়টা নাগাদ প্রয়াত হন তিনি। গত ৯ জানুয়ারি থেকে কলকাতার ইএম বাইপাসে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন কেপি দাস। এদিন সেই নার্সিংহোম থেকে ফোনে তাঁর পরিবারকে জানানো হয় তিনি আর নেই। পরিবার সূত্রে খবর, এদিন দুপুর দেড়টা নাগাদ তাঁর মৃত্যুর খবর জানিয়েছে নার্সিংহোম। ২০০৩ থাকে ২০০৮ সাল পর্যন্ত বামফ্রন্ট পরিচালিত হাবরা পুরসভার পুরপ্রধান ছিলেন ডা : কেপি দাস। চিকিৎসক হিসেবেও জনপ্রিয় ছিলেন। প্রায় ৬২ বছর ধরে ডাক্তারি করেছেন। পাশাপাশি, চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।