পুর ভোট : প্রার্থী বাছাই নিয়ে জোর জল্পনা অশোকনগরে, তারুণ্যেই ভর করতে পারে তৃণমূল

ওয়েব ডেস্ক : দোরগোড়ায় পুর নির্বাচন। সারা রাজ্যের পাশাপাশি উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড়েও পুর নির্বাচন একইদিনে। কিন্তু এখনও কোনও রাজনৈতিক দল প্রার্থীতালিকা ঘোষণা করতে পারেনি। নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি ঘোষণা না করলেও পুর ভোটের আর বেশিদিন বাকি নেই। তাই প্রার্থী বাছাই নিয়ে তৎপর সব রাজনৈতিক দলই। এখনও পর্যন্ত খবর, প্রার্থী বাছাইয়ে তারুণ্যের ওপরই নির্ভর করতে চায় তৃণমূল। এক্ষেত্রে মহিলা প্রার্থীর সংখ্যা বাড়ানোর দিকেও জোর দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। পাশাপাশি, তারুণ্যে জোর দিচ্ছে বামেরাও। সেইমতো খবর, একাধিক তরুণ মুখ দেখা যাবে এবার বামেদের প্রার্থীতালিকায়। যদিও বিজেপির ভাবনা ভিন্ন। প্রবীণ ও নবীন প্রার্থীর সমন্বয়ে পুরসভা ভোটে লড়তে চায় গেরুয়া শিবির। শাসক দলের অন্দরে কে টিকিট পাবে, আর কে পাবে না সেনিয়ে চলছে জোর চর্চা। অশোকনগরে শাসক দলের অন্দরে কান পাতলেই শোনা যায়, একাধিক প্রাক্তন কাউন্সিলার দাবি করছেন যে, তিনি টিকিট পাবেনই। কারণ, তিনি ভালো কাজ করেছেন ও পিকের টিমের গুডবুকে আছেন। যদিও তাঁদের অনেকেই নিশ্চিত হতে পারছেন না। নিজের প্রার্থীপদ নিশ্চিত করতে কেউ কেউ সকাল সন্ধ্যা মন্দিরে পুজো দিচ্ছেন বলেও খবর।

তৃণমূলের অন্দরে জল্পনা ছড়িয়েছে যে, অশোকনগরের ৩ জন সুপরিচিত তৃণমূল নেতা, প্রাক্তন পুরপ্রধান, প্রাক্তন উপপুরপ্রধান ও মুখ্য প্রশাসককে দল এবার টিকিট দিচ্ছে না। অন্যদিকে সূত্রের খবর, ৬৫ বছরের বেশি বয়সের প্রার্থী না রাখার চিন্তাভাবনা করছে তৃণমূল। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা জানান, দলে গোষ্ঠী দ্বন্দ্ব ঠেকাতে ও তারুণ্যের প্রতি ভরসা রেখে উন্নয়ন কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যেতে এবার অশোকনগর-কল্যাণগড়ের পুর ভোটে প্রবোধ সরকার, সমীর দত্ত, উৎপল তালুকদার, অমল দে’কে আর প্রার্থী করবে না দল। যদিও প্রাক্তন বিধায়ক ধীমান রায়কে পুরপ্রধান পদপ্রার্থী করে তৃণমূল পুর ভোটে লড়বে বলে চর্চা রয়েছে দলের অন্দরে। একাধিক প্রাক্তন কাউন্সিলার বাদ পড়তে পারেন বলেও খবর। আর আসতে পারে নতুন মুখ। জানা গেছে, বুধবার দলের সাংগঠনিক নির্বাচন রয়েছে। সাংগঠনিক নির্বাচন হয়ে যাওয়ার পর প্রার্থীতালিকায় সীলমোহর দেবেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব
তাই আগামী বৃহস্পতিবার বা শুক্রবার প্রার্থীতালিকা প্রকাশ করবে তৃণমূল। অন্যদিকে, সিপিআইএম সূত্রে খবর, বামফ্রন্টের প্রার্থী বাছাই করা হয়ে গেছে। শুক্রবার প্রার্থীতালিকা ঘোষণা করা হবে। বিজেপি নেতা নীলরতন মিত্রও জানিয়েছেন, শুক্রবার প্রকাশ করা হবে তাদের প্রার্থীতালিকা।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

হাবরায় শিশু পাচারকারী চক্র, উদ্ধার ৪ দিনের সদ্যোজাত শিশুকন্যা

Thu Feb 3 , 2022
জয়ন্ত কর্মকার, হাবরা, উত্তর ২৪ পরগনা বড়সড় সাফল্য পেল উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার। বুধবার রাতে সদ্যোজাত শিশুকন্যাকে বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল পাচারকারীরা। পুলিশ সূত্রে জানা যায়, দত্তপুকুর থানার মালিয়াপুর দাসপাড়া এলাকার বাসিন্দা প্রবীর মন্ডলের স্ত্রী মর্জিনা বিবি গত ৪ দিন আগে বারাসাতের একটি বেসরকারি নার্সিংহোমে একটি […]

You May Like

Breaking News