পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ নির্বাচন কমিশনের, আজ থেকে মনোনয়ন পেশ

ওয়েব ডেস্ক : রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি এক দফাতেই নির্বাচন হবে। ওইদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। আজ থেকে লাগু হবে আদর্শ আচরণবিধি। পাশাপাশি, এদিন থেকেই শুরু হলো মনোনয়নপত্র পেশের প্রক্রিয়া। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আর মনোনয়নপত্র পরীক্ষা বা স্ক্রুটিনি হবে ১০ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি হলো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি। ৮ মার্চের মধ্যে পুরভোটের সব প্রক্রিয়া শেষ করবে কমিশন। এদিন কমিশন আরও জানিয়েছে, প্রচারের ক্ষেত্রে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। ছোট ছোট সভা করা যাবে। আর সেখানে রাজনৈতিক দলগুলো ৫০০ লোকের জমায়েত করতে পারবে। ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে প্রচার শেষের যে সময়সীমা ছিল, তা কমানো হতে পারে বলে খবর। এছাড়াও জানা গেছে, আদালতের নির্দেশ মেনে উত্তর ২৪ পরগনা জেলার দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ করা হবে না।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

পুরভোট : অশোকনগরে পোড়খাওয়া নেতাদের ওপরই আস্থা রাখল তৃণমূল, বামেরা নতুন মুখে

Sat Feb 5 , 2022
ওয়েব ডেস্ক : পুরভোটে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর কল্যাণগড়ে পোড়খাওয়া নেতাদের ওপরই আস্থা রাখল তৃণমূল। অন্যদিকে, বামফ্রন্ট প্রাধান্য দিল নতুন মুখের ওপর।শুক্রবার প্রার্থীতালিকা প্রকাশ করেছে তৃণমূল ও বিরোধী বামফ্রন্ট। কংগ্রেস ও বিজেপির এখনও কোনও খবর নেই। বামফ্রন্ট ৬ নম্বর ও ২২ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি সব ওয়ার্ডের প্রার্থীর নাম […]

You May Like

Breaking News