সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ারকুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বন ও ভূমি স্থায়ী সমিতির উদ্যোগে তুরতুরিখন্ড গ্রাম পঞ্চায়েত দফতরে এলাকার ৭০ জন ভূমিহীনকে দেওয়া হল জমির পাট্টা। সোমবার এই পাট্টা দান করা হয়। হাজির ছিলেন আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ কমল রায়, নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ জুলি লামা, কুমারগ্রাম ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দফতরের কর্মীরা ছাড়াও পঞ্চায়েত সদস্যরা। এদিন বন ও ভূমি কর্মাধ্যক্ষ কমল রায় জানান, যাঁদের পাট্টা দেওয়া হয়েছে তাঁরা দীর্ঘদিন ধরে যে জমিতে বসবাস করছেন সেই জমিতে তাঁদের কোনও অধিকার ছিল না। তাঁরা সরকারি ভাবে ছিলেন ভূমিহীন। পাট্টা পাওয়ায় এখন থেকে তাঁরা জমির মালিক হিসাবে অধিকার লাভ করলেন। এখন থেকে সরকারি বিভিন্ন সুবিধা পাবেন তাঁরা। পাট্টা হাতে পেয়ে খুশী বলে জানিয়েছেন ভূমিহীনরা।
Next Post
পুরভোটের আগে দল ছেড়ে তৃণমূলে গেলেন বিজেপি নেতা প্রকাশ সাহা ও বেশকিছু কর্মী-সমর্থক
Sun Feb 13 , 2022
ওয়েব ডেস্ক : পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা ঘোষণার পরই একাধিক জায়গায় তুমুল বিক্ষোভ হয়। উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকাতেও বিক্ষুব্ধ তৃণমূল কর্মী-সমর্থকরা রেল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এরপর কয়েকজন বিক্ষুব্ধ তৃণমূল নেতা যোগ দেন কংগ্রেসে। তাঁরা কংগ্রেসের প্রার্থীও হয়ে যান। এবার বিজেপি ও সিপিএমের বেশ […]

You May Like
-
9 months ago
চিকিৎসক দিবসে রক্তদান অশোকনগর শহর তৃণমূল কংগ্রেসের