সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার
এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাক্ষ্যাগুড়ি উচ্চবিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি উৎসবের শুভ সূচনা হল। ১৯৪৭ সালে খড়ের চালের একটি ঘরে সূচনা হয়েছিল এই বিদ্যালয়ের। তারপর এলাকার শিক্ষানুরাগী দেবেন দাস, রাজমোহন দাস, কৃষ্ণ চন্দ্র রায়, মনমোহন রায়, অমূল্য কুমার ঘোষ, চক বাহাদুর ছেত্রী প্রমুখের প্রচেষ্টায় ও ফেলানু দাসের আর্থিক সহায়তায় স্কুলের নিজস্ব জমি ও বাড়ির ব্যবস্থা হয়। পরে এই স্কুল এলাকার শিক্ষা প্রসারে দিনে দিনে একটি মহীরুহে পরিণত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকশিক্ষিকা, স্থানীয় বাসিন্দা-সহ ৯টি জনজাতি গোষ্ঠীর সাংস্কৃতিক দলের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে। প্রধান শিক্ষিকা মৌসুমি সরকার জানান, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আগামী ৩ মাস ধরে বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি উৎসব পালন করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।